Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩, ১০ জুন ২০২১
আপডেট: ০০:১৬, ১১ জুন ২০২১

উপনির্বাচন পেছানোয় ইসিকে ধন্যবাদ জানাল জাপা

জাতীয় সংসদের তিন আসনের উপ-নির্বাচনের  ভোটগ্রহণের দিন পেছানোয় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

গত ২ জুন নির্বাচন কমিশনের এক সভায় ১৪ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ এবং সিলেট-৩ শুন্য আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। যাতে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পার্টি এবং নির্বাচনের তারিখ পেছানোর আহ্বান জানায়। 

কারণ ১৪ জুলাই  জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ইসির এক সভায় ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই তিন শুন্য আসনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমন সিদ্ধান্তে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে এক চিঠিতে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দেশের লাখো মানুষের কাছে অত্যন্ত বেদনাবিধুর ও আবেগঘন দিন। এ দিনে জাতীয় পার্টি সাবেক চেয়ারম্যানের জীবন নিয়ে আলোচনা, মিলাদ ও খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তাই এ দিনে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির জন্য দূরূহ হয়ে পড়তো। নির্বাচন কমিশন ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে পল্লীবন্ধুর প্রতি সম্মান দেখিয়েছে।’

চিঠিতে তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়