Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ১৫ মে ২০২২

আসামির দায়ের কোপে পুলিশ কন্সটেবলের হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় রোববার (১৫ মে) আসামির দায়ের কোপে এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সকালে উপজেলার পদুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আসামি কবির আহামদ (৩৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় থানার ওসি আতিকুর রহমান জানান, লালারখিল গ্রামে দু-পক্ষে মারামারির ঘটনায় গত ২৪ মার্চ মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি কবি্রকে ধরতে লোহাগাড়া থানার এসআই-এর নেতৃত্বে কনস্টেবল জনি খানসহ চার সদস্যের একটি দল তার বাড়িতে যায়।

বাড়িতে ঢুকে অভিযান শুরুর করে কবিরকে ধরে ফেলার মূহুর্তে গেফতার এড়াতে অভিযুক্ত কবির কনস্টেবল জনি খানের হাতে ধারালো দা দিয়ে কোপ মারেন। এতে তার কবজি বাঁ হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পালিয়ে যাওয়ার সময় মামলার বাদি আবুল হোসেনও দায়র কোপে আহত হন।

আহত পুলিশ কনস্টেবল জনি খানকে দুপুরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়