Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ৬ জানুয়ারি ২০২৩

ছাত্রলীগের মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

ছাত্রলীগের মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

ছাত্রলীগের মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবায়দুল কাদের

বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের। মঞ্চে ছাত্রলীগের প্রচুর নেতাকর্মী। হঠাৎ স্টেজ ভেঙে নিচে পড়ে গেলেন সবাই। 

এসময় ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। কর্মী উৎপাদনের কারখানা চাই! সেটাই হোক ছাত্রলীগ!’

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। বক্তব্য দিতে মঞ্চে ওঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের সাবেক পাঁচ কেন্দ্রীয় নেতা আহত হন বলে জানা যায়।

জানা যায়, মঞ্চের ধারণক্ষমতার বাইরে সাবেক-বর্তমান নেতাকর্মীরা ওঠায় মঞ্চটি ভেঙে পড়ে।

মঞ্চে থাকা ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই যে নেতাদের মঞ্চে ওঠা,এত নেতা আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, স্মার্ট কর্মী দরকার। যেকোনও মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি। এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। কর্মী উৎপাদনের কারখানা চাই! সেটাই হোক ছাত্রলীগ!’

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, ‘তেমন কোনও বড় ধরনের দুর্ঘটনা নয় এটি। স্বাভাবিক ঘটনা। মঞ্চে অতিরিক্ত লোক ওঠার কারণে মঞ্চটি ভেঙে পড়ে। অনেকে আহত হয়েছে, তবে খুবই সামন্য। একটা মঞ্চে ভেঙে পড়লে লোকজন ব্যথা পাবেই। অনেকের পায়ে একটু খোঁচা লেগেছে।

তিনি আর বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে ছিলেন। মঞ্চে উনার চারপাশে লোকজন ছিল। তেমন কোনও ব্যথা তিনি পাননি। সামন্য পায়ে ব্যথা লেগেছে।’

Eye News YouTube Video

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন- ২০০৭-এ ছিলাম আসল জেলে, করোনায় ছিলাম ‘বড় জেলে’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়