Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ৫ নভেম্বর ২০২৩

বিএনপি যা করেছে, তাতে সংলাপের পরিবেশ নেই: কাদের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

সন্ত্রাসী দলের সাথে কোনো সংলাপ নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যা করেছে, তাতে সংলাপের পরিবেশ নেই। 

তিনি বলেন, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের দায় বিএনপির একজন কেন্দ্রীয় নেতাও এড়াতে পারবে না। 

রোববার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১ কোটি কর্মীকে ঘরছাড়া করা হয়েছে, ৮ হাজার গ্রেফতার- বিএনপির এমন দাবির প্রেক্ষিতে নেতাকর্মীদের তালিকা চায় সরকার। এসব কথা বলে বিদেশিদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী নির্বাচনের জন্য ৫০ হাজার টাকা করে মনোনয়ন পত্র কিনতে পারবে প্রত্যাশীরা। বলেন, মনোনয়নপত্রের জন্য অনলাইনে আবেদনের সুযোগ থাকছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়