আই নিউজ প্রতিবেদক
রাজধানীতে টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আ*হত
রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানা। ছবি- সংগৃহীত
দেশে চলছে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কার্যক্রম। দেশের জেলা-উপজেলা গুলো থেকে রাজধানী ঢাকায় বিএনপি-জামায়াত কর্মীদের তাণ্ডব বেশি ঘটছে আজ। এরমধ্যে আজ রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ রোববার (৫ নভেম্বর) সকাল ৭টার পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় টহলরত পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরিমধ্যে ককটেল নিক্ষেপে জড়িত অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী মো. হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. মাসুদ আলম গণমাধ্যমকে জানান, ‘সকাল সাতটার দিকে তারা মিছিল করার জন্য জমায়েত হচ্ছিল। তখন পাশ দিয়া যাওয়া পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। একটা ককটেল বিস্ফোরণ হয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আরেকটি ককটেল অবিস্ফোরিত ছিল।’
তিনি আরও বলেন, ‘ককটেল নিক্ষেপের ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। দুই মাস আগে তিনি সাবেক হয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
ককটেল বিস্ফোরণের এ ঘটনায় মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের