সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১১:২৩, ৯ জুলাই ২০২১
মৌলভীবাজারে গরুর দলের সাথে চিত্রা হরিণ শাবক...

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক চা বাগান থেকে চিত্রা হরিণের দুই মাস বয়সী একটি শাবক উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চা জাদুঘর সংলগ্ন চা বাগান থেকে শাবকটি উদ্ধার করা হয়। পরে বন কর্মকর্তাদের কাছে শাবকটি হস্তান্তর করেন স্থানীয় লোকজন।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সড়কের পাশের চা বাগানের জমিতে কয়েকটি গরু চরে বেড়াচ্ছিল। এ সময় চিত্রা হরিণের একটি শাবক গরুর দলের সঙ্গে মিশে ঘাস খাচ্ছিল। স্থানীয় লোকজন দেখে হরিণ শাবকটি আটক করে তাদের খবর দিলে তারা প্রাণীটিকে উদ্ধার করেন।
শহিদুল ইসলাম জানান, বন্য প্রাণীদের আচরণ অনুসারে মানুষের সংস্পর্শে আসার কারণে শাবকটির মা হরিণ তাকে আর না-ও গ্রহণ করতে পারে। এ কারণে কমলগঞ্জের লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে নিবিড় পরিচর্যার মধ্যে হরিণ শাবকটিকে রাখা হবে। একটু বড় হলে তাকে বনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- এবার কক্সবাজার সমুদ্র সৈকতে চলে এসেছে তিমি
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
- মারবেল ক্যাট: শ্রীমঙ্গলে দেশের একমাত্র এবং সবচেয়ে বিরল বিড়াল
- তৌহিদ পারভেজ বিপ্লবের ক্যামেরায় সুন্দরবনের চিত্রা হরিণ
- মাছরাঙা হত্যা: যুবকের বিরুদ্ধে মামলা
- পটকা মাছ কেন বিষাক্ত?
- পটকা মাছ বিষাক্ত কিনা বুঝবেন যেভাবে
- মৌলভীবাজারে গরুর দলের সাথে চিত্রা হরিণ শাবক...
- গ্রামবাসি মেরে ফেলে মা গোখরাকে, ডিম ফোটে জন্ম নিলো ৪৪টি বাচ্চা
- সাপুড়ের বাড়ি থেকে কিং কোবরা, খৈয়া গোখরাসহ কালনাগিনী উদ্ধার