Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হুমায়ুন কবির, (ঠাকুরগাঁও) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ১৪ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে ভারতীয় নীলগাই উদ্ধার

ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ভারতীয় নীলগাই। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া ভারতীয় নীলগাই। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় একটি নীলগাই উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০) বিজিবি।

গত সোমবার (১৩ নভেম্বর ) দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি নীলগাইটিকে ধরতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, দুপুরে ১ টায় শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন একটি নীরগাই দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোঁজা শুরু করে। পরে এলাকাবাসীর সহায়তায় দুপুর পৌনে ৩ টায় নীলগাইটিকে ধরতে সক্ষম হন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে।

জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়