Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২১

আইপিএলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হবে না সাকিবের

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

নিষেধাজ্ঞার জন্য গতবারের আইপিএলে থাকতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবার সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না তিনি। তাইতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলতে বিসিবির কাছে ছুটি চেয়েছেন সাকিব।

আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের ১৪তম আসর। ঠিক একই সময়ে বাংলাদেশ সফরে আসতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই সফরে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইপিএলের কারণে সেই দুটি টেস্ট ম্যাচ খেলা হবে না সাকিবের। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে তার।

এদিকে আইপিএল খেলার জন্য বিসিবিতে করা চুটির আবেদনও মঞ্জুর হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাকিব আগেই মৌখিকভাবে ছুটি চেয়ে রেখেছে। বিসিবির সবুজ সঙ্কেত পাওয়ার পর একদিন আগে আনুষ্ঠানিকভাবে ই-মেইলের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন ক্রিকেট অপারেশন্সে।

আকরাম খান বলেন, ‘সাকিব এই মুহূর্তে টি-টোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’

এর আগে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে নামতে পারেন। পিতৃত্বকালীন ছুটির কারণে  খেলবেন না নিউজিল্যান্ড সফর। এবার আইপিএলের জন্য খেলা হবে না শ্রীলঙ্কা টেস্ট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়