Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ১১ ডিসেম্বর ২০২৩

প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নাহিদা 

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার নাহিদা আক্তার। ছবি- ক্রিকইনফো

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার নাহিদা আক্তার। ছবি- ক্রিকইনফো

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার নাহিদা আক্তার। সোমবার (১১ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় আইসিসি। 

নভেম্বর মাসে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নারী কোটায় নাহিদাকে এবং পুরুষ কোটায় ট্রাভিস হেডকে বেছে নিয়েছে আইসিসি।

এই পুরস্কার জয়ের পর আইসিসিকে নিজের অনুভূতি জানিয়ে নাহিদা আক্তার বলেন, ‘এটা আমার জন্য অনুপ্রেরণার। আইসিসির কাছ থেকে এই স্বীকৃতি বড় অর্জন। এটা সামনে এগিয়ে যেতে আমাকে সহায়তা করবে।

নভেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে নাহিদার সঙ্গে ছিলেন বাংলাদেশের ফারজানা হক পিকিংও। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তাদের পেছনে ফেলে মাসসেরা ক্রিকেটার হয়েছেন নাহিদা।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন নাহিদা। তিন ওয়ানডেতে ১৪.১৪ গড়ে ৭ উইকেট শিকার করেন তিনি, যে পারফরম্যান্স অবদান রাখে বাঘিনীদের সিরিজ জয়ে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ