নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৬:৫৪, ২৪ মে ২০২৩
মৌলভীবাজারে পর্যায়ক্রমে মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় হবে : পরিকল্পনামন্ত্রী

অনুষ্ঠানে বক্তৃতা করছেন পরিকল্পনামন্ত্রী মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন- ‘মৌলভীবাজারসহ দেশের সকল জেলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে অবশ্যই স্থাপন করা হবে। মৌলভীবাজারে যেন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় হয়- আমি প্রধানমন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরবো।’
পরিকল্পনামন্ত্রী আজ বুধবার (২৪ মে) স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে মৌলভীবাজার ওয়ার্ল্ডওয়াইড হোয়াটনঅ্যাপ গ্রুপ আয়োজিত জেলার উন্নয়ন বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন।
মনুনদীর ওপর একটি ফুটব্রিজ স্থাপন করে দেওয়া হবে। এজন্য রিপোর্ট পাঠাতে জেলা প্রশাসককে নির্দেশ দেন মন্ত্রী।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এবং অনুষ্ঠানের সমন্বয়ক মকিস মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেছার আহমদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মৌলভীবাজারের উন্নয়নে দশটি দাবি তুলে ধরেন মকিস মনসুর।
অনুষ্ঠানের প্রারম্ভিক পর্ব সঞ্চালনা করেন মুহিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন- উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ এখন সমার্থক শব্দ হয়ে গেছে। দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। রাস্তাঘাট, ব্রিজ, অবকাঠামো উন্নয়ন এখন গ্রাম-শহর সব জায়গায় চোখে পড়ে। মৌলভীবাজার জেলাও পিছিয়ে নেই। এই জেলায় মনু নদীর সংস্কারে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মানুষের প্রাণের দাবি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় অবশ্যই স্থাপিত হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার