Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা

প্রকাশিত: ২০:২০, ১ ডিসেম্বর ২০২১

বড়লেখায় জামানত হারালেন নৌকার প্রার্থী জোবায়ের

মৌলভীবাজারের বড়লেখায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বর্ণি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. জোবায়ের হোসেন জামানত হারিয়েছেন। নির্বাচনের বিধি অনুয়ায়ী অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাঁর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

জানা গেছে, গত ২৮ নভেম্বর উপজেলার দশটি ইউপিতে তৃতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে দশটি ইউপির পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুটিতে স্বতন্ত্র (বিএনপির একজন) প্রার্থী জয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি ইউপিতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন আনারস প্রতীকে ৩ হাজার ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী) ঘোড়া প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৩৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোহিত আহমদ (আওয়ামী লীগ বিদ্রোহী) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৩ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী জোবায়ের হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১২১১।

নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, উপজেলা বর্ণি ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৬৫২। ভোট পড়েছে ৯ হাজার ৯২৪ ভোট। এখানে আওয়ামী লীগের মনোনীত মো. জোবায়ের হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১২১১। যা মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের চেয়ে কম। জামানত ফেরত পেতে তাঁর ১ হাজার ২৪০ ভোটের প্রয়োজন ছিল।

বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান মঙ্গলবার রাতে জানান, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী কোনো প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

আইনিউজ/এসডি

আরও পড়ুন- 

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়