Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ২৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৩, ২৪ ডিসেম্বর ২০২১

মধ্যরাত থেকে মৌলভীবাজার-রাজনগরের যেসব এলাকায় চালানো যাবে না মোটরসাইকেল

মৌলভীবাজার ও রাজনগরের বিভিন্ন এলাকায় আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল (বাইক) চালানো যাবে না। এছাড়া আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে এসব এলাকাগুলোতে ট্রাক এবং পিকআপ চালানোও নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আগামী রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। মৌলভীবাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। 

মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত ১২টা থেকে নির্বাচনের পরের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চালানো নিষিদ্ধ থাকবে।

এছাড়া আগামীকাল শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১২টা থেকে ২৬ ডিসেম্বর মধ্যরাত ১২ টা পর্যন্ত এসব এলাকায় ট্রাক ও পিকআপ চালানো যাবে না।

তবে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকরা নির্বাচন কমিশনের স্টিকার ও নিজস্ব পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল চালাতে পারবেন।

আগামী ২৬ ডিসেম্বর মৌলভীবাজার সদর উপজেলার যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে- খলিলপুর, কামালপুর, মনুমুখ, আপার কাগাবলা, আখাইলকুড়া, একাটুনা, চাঁদনীঘাট, কনকপুর, আমতৈল, নাজিরাবাদ, মোস্তফাপুর, গিয়াসনগর।

রাজনগরের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে- ফতেহপুর, উত্তরভাগ ইউনিয়ন, কামারচাক, পাঁচগাঁও, টেংরা ইউনিয়নে, মনসুরনগর, মুন্সিবাজার।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ