Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে টিকা কার্ড ছাড়া ঘর থেকে বের হলেই জেল-জরিমানা

মৌলভীবাজার জেলায় আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে করোনাভাইরাসের টিকাগ্রহণের সনদ ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া যাবে না। টিকাগ্রহণের সনদ প্রদর্শন না করতে পারলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারর জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। এছাড়াও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানসহ বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ পৌরসভার মেয়রগণ এ সভায় যুক্ত ছিলেন। তবে এতে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র অনুপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ৭ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৮ ফেব্রুয়ারির পর মৌলভীবাজারে কেউ যদি করোনাভাইরাস প্রতিরোধী টিকাগ্রহণের সনদ ছাড়া বাইরে বের হন, তাহলে তাঁকে জেল-জরিমানার মধ্য দিয়ে যেতে হবে। এ বিষয়ে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আইনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল কোর্টের এ অভিযান ব্যবসায়ী, পথচারী, ক্রেতা-বিক্রেতা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়