আই নিউজ ডেস্ক
আপডেট: ১৬:৫৫, ২০ ডিসেম্বর ২০২৩
অসহযোগ আন্দোলনের ডাক দিল বিএনপির
ফাইল ছবি
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন, নির্বাচনে তফসিল বাতিল এবং খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবিসহ নানা দাবিতে হরতাল-অবরোধের পর এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে নির্বাচনে না আসা বিরোধী দল বিএনপি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসবিচব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে, সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
৭ জানুয়ারির ভোট বর্জন, ভোট গ্রহণে দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্য প্রদেয় স্থগিত রাখার আহ্বান জানান রিজভী।
তিনি বলেন, ‘ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম। বিধায় জনগণকে ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলারও আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক নেতা-কর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তরা মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন।’
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের