আই নিউজ প্রতিবেদক
নির্বাচনের সময়সীমা ঠিক রেখে তফসিল পেছালে আপত্তি নেই: কাদের

কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে। ছবি- সংগৃহীত
নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে কমিশনের (ইসি) সাংবিধানিক বাধ্যবাধকতা আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ অবস্থায় নির্বাচনের সময়সীমা ঠিক রেখে তফসিল পেছানো হলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।
বুধবার (২২ নভেম্বর) কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, একটি দল (বিএনপি) না এলে নির্বাচন থেমে থাকবে না। আরো রাজনৈতিক দল আছে, তাদের নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। যারা সন্ত্রাসী কাজ করছে, নিষেধাজ্ঞা এলে তাদের ওপরই আসবে। আমরা জনগণ ও অন্য দলগুলোরকে সঙ্গে নিয়ে সুষ্ঠু নির্বাচন করবো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনকার রাজনৈতিক তৎপরতার ফলাফল দেখা যাবে ৩০ নভেম্বরের পর। মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত কী হচ্ছে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, নির্বাচন পর্যবেক্ষক উপ-কমিটির চেয়ারম্যান জিয়াউদ্দিন, সদস্য সচিব এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক