Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫,   কার্তিক ৫ ১৪৩২

শাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫২, ৬ মার্চ ২০২৪

শাবিতে ‘ল্যান্ডসক্যাপ আর্কিটেকচার’ বিষয়ক সেমিনারে আলোচক অপি করিম

ল্যান্ডসক্যাপ আর্কিটেকচার বিষয়ক সেমিনারে আলোচক অপি করিম।

ল্যান্ডসক্যাপ আর্কিটেকচার বিষয়ক সেমিনারে আলোচক অপি করিম।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের স্টুডিও ইলেভেন ও স্থাপত্য সংঘের যৌথ উদ্যোগে ‘ল্যান্ডসক্যাপ আর্কিটেকচার’ বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী, শিক্ষক ও স্থপতি সৈয়দ তুহীন আরা অপি করিম।

মঙ্গলবার (০৫ মার্চ) বিভাগটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আগামী ৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সেমিনারটি অনুষ্ঠিত হবে। যেখানে "ডাইলগ উইথ অপি করিম: ড্রিম এন্ড ল্যান্ডসক্যাপ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইফতেখার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক  ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, অ্যাপলাইড সাইন্সের ডিন ডা. মো. রেজা সেলিম প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়