Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

প্রকাশিত: ০৬:২৬, ২৭ এপ্রিল ২০১৯
আপডেট: ০৬:৪৪, ২৭ এপ্রিল ২০১৯

চিরনিদ্রায় প্রবীণ সাংবাদিক মাহফুজউল্লাহ

ডেস্ক নিউজ: না ফেরার দেশে চলে গেলেন প্রবীন সাংবাদিক মাহফুজুল্লাহ। শনিবার সকালে সাংবাদিক মাহফুজুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যাণ্ডের বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসকরা। পরে আবার এ বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নুসরাত হুমায়রা। গুরুতর অসুস্থ হয়ে গত তিন সপ্তাহ ধরে ব্যাংককের হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন সাংবাদিক মাহফুজউল্লাহ। গত ২১ এপ্রিল  বিভিন্ন সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবরও ছড়িয়েছিল। কিন্তু মেয়ে নুসরাত তখন জানিয়েছিলেন, তার বাবা বেঁচে আছেন। শনিবার থাইল্যাণ্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে স্থানীয় সময় সকাল ১১টায় মাহফুজউল্লাহর মৃত্যুর ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে ৬৯ বছর বয়সী মাহফুজউল্লাহকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল। স্কয়ারে কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গত ১১ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যাণ্ডে নিয়ে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর আগে ব্যাংককে একবার তার বাইপাস সার্জারিও হয়েছিল। তিনি হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।    
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়