Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

প্রকাশিত: ০৯:৪২, ২৮ মে ২০১৯
আপডেট: ০৯:৪২, ২৮ মে ২০১৯

টসে হেরেও ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক: টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি জানান, বৃষ্টিতে দুই দিন উইকেট ঢাকা থাকায় শুরুতে বাড়তি সুবিধা পাবেন বোলাররা। তাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, টস জিতলে তিনিও বোলিং নিতেন। স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হলে সেন্টার উইকেট ঢেকে দেওয়া হয়। প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ দল সুযোগ দিচ্ছে স্কোয়াডের সব ক্রিকেটারকে। বাংলাদেশ দলে আজ খেলবেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ চৌধুরী। অন্যদিকে ভারতের মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন কেদার যাদব। কাঁধের চোটের জন্য যাদবকে ছাড়াই মাঠে নেমেছে ভারত। ভারতের মূল স্কোয়াডে আছেন, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি। জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে চায় বাংলাদেশ। তবে আজকের ম্যাচে মাশরাফির দৃষ্টি থাকবে নিজেদের ঘাটতি জায়গাগুলোতেও। কোথায় কাজ করা উচিত, কি ঠিক করা দরকার তা জেনে খেলতে চান বিশ্বকাপে। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়