Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

প্রকাশিত: ০৬:০৫, ২৮ মে ২০১৯
আপডেট: ০৬:০৫, ২৮ মে ২০১৯

জাপানে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে স্কুল বাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের উপর ছুরি হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জাপানের কাওয়াসাকিতে এ ঘটনাটি ঘটে। এতে আহত হয় কমপক্ষে ১৬ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানায়, এক ব্যক্তি ছুরি নিয়ে স্কুলবাসের জন্য অপেক্ষারত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে হামলাকারী নিজের গলায়ও ছুরি চালায়। আহত অবস্থায় তাঁকে আটক করা হলে পরে তার মৃত্যু হয়। কেন সে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ছুরি উদ্ধার করেছে।
  প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ‘আমি একজন মানুষকে রক্তাক্ত অবস্থায় বাসস্টপে বসে থাকতে দেখি। অনেক স্কুলশিক্ষার্থীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এটি খুবই শান্ত একটি পাড়া। এখানে এমন ভয়াবহ ঘটনা সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।’ বেশ কয়েক বছর ধরে জাপানে সহিংস অপরাধের মাত্রা বেশ কম। তবে কিছুদিন ধরে ছুরি নিয়ে হামলার মতো ঘটনা ঘটছে। ২০১৬ সালে জাপানের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় ১৯ জন নিহত হয়। এইচএ/ ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়