Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১২:৩৬, ১৩ জুন ২০১৯
আপডেট: ১২:৪০, ১৪ জুন ২০১৯

কোপা আমেরিকা ২০১৯-এর সূচি

আইনিউজ ডেস্ক: ফুটবলের সব থেকে পুরাতন আসর কোপা আমেরিকা ব্রাজিলে শুরু হচ্ছে  ১৫ জুন। লাতিন আমেরিকার ১০টি দেশ ছাড়াও এশিয়ার দুটি অতিথি দল অংশ নিচ্ছে এবারের আসরে। তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২টি দল। তিন গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সেমিফাইনালে। বাকি দুটি জায়গা পূরণ করবে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে পয়েন্ট বা গোল ব্যবধানে এগিয়ে থাকা দুটি দল।
গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি
ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে
বলিভিয়া কলম্বিয়া ইকুয়েডর
ভেনেজুয়েলা প্যারাগুয়ে জাপান
পেরু কাতার চিলি

কবে

কখন

ম্যাচ

শনি, জুন ১৫ ৬:৩০ ভোর ব্রাজিল-বলিভিয়া
রবি, জুন ১৬ ১:০০ রাত ভেনেজুয়েলা-পেরু
রবি, জুন ১৬ ৪:০০ ভোর আর্জেন্টিনা-কলম্বিয়া
সোম, জুন ১৭ ১:০০ রাত প্যারাগুয়ে-কাতার
সোম, জুন ১৭ ৪:০০ ভোর উরুগুয়ে-ইকুয়েডর
মঙ্গল, জুন ১৮ ৫:০০ ভোর জাপান-চিলি
বুধ, জুন ১৯ ৩:৩০ রাত বলিভিয়া-পেরু
বুধ, জুন ১৯ ৬:৩০ ভোর ব্রাজিল-ভেনেজুয়েলা
বৃহ., জুন ২০ ৩:৩০ রাত কলম্বিয়া-কাতার
বৃহ., জুন ২০ ৬:৩০ ভোর আর্জেন্টিনা-প্যারাগুয়ে
শুক্র, জুন ২১ ৫:০০ ভোর উরুগুয়ে-জাপান
শনি,, জুন ২২ ৫:০০ ভোর ইকুয়েডর-চিলি
রবি, জুন ২৩ ১:০০ রাত বলিভিয়া-ভেনেজুয়েলা
রবি, জুন ২৩ ১:০০ রাত পেরু-ব্রাজিল
সোম, জুন ২৪ ১:০০ রাত কাতার-আর্জেন্টিনা
সোম, জুন ২৪ ১:০০ রাত কলম্বিয়া-প্যারাগুয়ে
মঙ্গল, জুন ২৫ ৫:০০ ভোর চিলি-উরুগুয়ে
মঙ্গল, জুন ২৫ ৫:০০ ভোর ইকুয়েডর-জাপান
শুক্র, জুন ২৮ ৬:৩০ ভোর কোয়ার্টার ফাইনাল ১
শনি, জুন ২৯ ১:০০ রাত কোয়ার্টার ফাইনাল ২
শনি, জুন ২৯ ৫:০০ ভোর কোয়ার্টার ফাইনাল ৩
রবি, জুন ৩০ ১:০০ রাত কোয়ার্টার ফাইনাল ৪
বুধ, জুলাই ৩ ৬:৩০ ভোর সেমিফাইনাল ১
বৃহ., জুলাই ৪ ৬:৩০ ভোর সেমিফাইনাল ২
রবি, জুলাই ৭ ১:০০ রাত তৃতীয় স্থান নির্ধারণী
সোম, জুলাই ৮ ২:০০ রাত ফাইনাল
* রাত ১২টার পরের ম্যাচগুলোতে তারিখ ও বার পরের দিন ধরা হয়েছে। ১৬ জুনের ম্যাচটি আসলে বাংলাদেশ সময় ১৫ জুন দিবাগত রাত ১টায়
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়