Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সহযোগীতায় ছিল সাস্ট ক্যারিয়ার ক্লাব

তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে শাবিতে ইয়ুথ স্টার্ট-আপ সামিট

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি বিভাগের উদ্যোগে এবং স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সিলেটের অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ স্টার্ট-আপ সামিট-২০২৫। এতে ক্যাম্পাস পার্টনার হিসেবে ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব।’ 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় অডিটরিয়াম ও অডিটরিয়াম প্রাঙ্গণে এই সামিট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সামিটে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ, সেমিনার ও প্রদর্শনী ছিল।  অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কামরুন নাহার সিদ্দীকা। 

উদ্বোধনী বক্তব্যে কামরুন নাহার সিদ্দীকা বলেন, আজকে যারা নতুন তরুণ উদ্যোক্তা তারা কিভাবে আগামীর ভবিষৎত বিনির্মাণ করতে চান এবং তাদের চিন্তাভাবনাকে আমরা কিভাবে পৃষ্ঠপোষকতা করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকের আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা তাদের উদ্যোগগুলোকে সাবার সামনে উপস্থাপনের সুযোগ পেলেন। তরুণরা সাধারণত চাকুরির পিছনে ছুটতে চান কিন্তু চাকুরি না পেলে হতাশাগ্রস্ত হয়ে যান এমতাবস্থায় যখন একজন তরুণকে কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত করা যায় বা তার চিন্তাভাবনাকে নার্সিং করা যায় তখন সে অনেকের চাকুরির সংস্থান করতে পারে এবং সমাজে দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।  তিনি আরো বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই এবং তাদের চিন্তা চেতনা আমাদের জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে এই লক্ষ্যে আইসিটি ডিভিশন কাজ করে যাচ্ছে।

সামিটে ‘মাস্টার ক্লাস’, ‘ফায়ারসাইড চ্যাট’ এবং দুটি প্যানেল নিয়ে চারটি সেশন অনুষ্ঠিত হয়। মাস্টার ক্লাস পর্বে ‘স্টার্ট-আপ ফান্ডামেন্টালস বিষয়ে মাস্টারিং দ্যা এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং এ বিজনেস’ শীর্ষক বক্তব্য প্রদান করেন টেন মিনিট স্কুলের সাবেক সিওও মির্জা সালমান হোসেন বেগ। 

ফায়ারসাইড চ্যাটে ‘দ্যা স্টার্ট-আপ জার্নি বিষয়ে ‘অ্যান ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং এ বিজনেস ফ্রম দ্যা গ্রাউন্ড আপ’ শীর্ষক বক্তব্য রাখেন বিডিজবস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর এবং অথল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো.শাহজাহান জুয়েল।

‘ফ্রম আইডিয়া টু স্কেল বিষয়ে দ্যা স্টার্ট-আপ জার্নি’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট বিষয়ে নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক দুটি প্যানেল অনুষ্ঠিত হয়। স্টার্ট-আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ফ্রম আইডিয়া টু স্কেল বিষয়ে স্টার্ট-আপ জার্নি শীর্ষক প্যানেল সঞ্চালনা করেন। 

এসময় প্যানেলিস্ট হিসেবে ছিলেন শিখো’র প্রতিষ্ঠাতা ও সিইও  শাহির চৌধুরী, সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুবীর মাহমুদ চৌধুরী, ইনভার্স এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা এরশাদুর রহমান তালুকদার, টেকনেক্সের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক এবং স্টাফ এশিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফারহাত শফি চৌধুরী প্রমুখ।

‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট বিষয়ে নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন হেড অব অ্যাডভাইজরি বোর্ড স্টার্ট-আপ সিলেট, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক ইউনিটের মো. আলতামিশ নাবিল। 

এই সেশনটিতে প্যানেলিস্ট হিসেবে ছিলেন বিডিজবস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিওও ও এন্ডুরিং এক্সের প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ এবং শিখো এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী।
সামিটে  তরুণ অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ও স্টার্ট-আপ প্রতিষ্ঠাতাদের সাথে সরাসরি নেটওয়ার্কিং-এর সুযোগ পান । এতে সকল উদ্ভাবকদের মধ্যে স্টার্ট-আপ সম্পর্কিত ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। 

প্যানেল আলোচনার পর ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৫ এর সিলেট পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগীরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক ও ডারিকোমা। 

ইয়ুথ স্টার্ট-আপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উৎসাহিত করা। ইতোমধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি প্রধান বিভাগে সামিট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। 

সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের ১ম তিনটি প্রকল্পকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম।

সাগর/আইনিউজ

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়