শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি অধ্যাপক ড. নজরুল ইসলাম।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের পথ সুগম করার লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘স্টুডেন্ট এইড সাস্ট’ আয়োজন করেছে ‘ক্যারিয়ার ইনসাইট’ শীর্ষক একটি ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিষয়টি আজ সংগঠন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংগঠনের কোষাধ্যক্ষ শুয়াইব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এবং সভাপতি মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইতালির ফোজিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মোহাম্মদ সালাহ উদ্দিন এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মো. আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম একটি সফল ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জীবন কীভাবে কাটানো উচিত সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মতো ইতিবাচক গুণগুলো অর্জনের ওপর জোর দেন। একইসাথে, তিনি নেশা, অহেতুক আড্ডা, ও পর্নোগ্রাফির মতো নেতিবাচক অভ্যাসগুলো এড়িয়ে চলার উপদেশ দেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একটি সফল ক্যারিয়ার গঠনের বিষয়ে নানা ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সাগর/আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩