নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৯, ২৩ মে ২০২০
আপডেট: ২২:৩৬, ২৩ মে ২০২০
আপডেট: ২২:৩৬, ২৩ মে ২০২০
অস্বচ্ছলদের ঈদ উপহার দিল প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ১৩ ব্যাচ

প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের ‘ঈদ উপহার’
সারাদেশে চলমান করোনা ভাইরাস সংকটে অস্বচ্ছল মানুষদের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ২০১৩ ব্যাচের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে স্কুলের দপ্তরী,আয়া,দারোয়ান, নাইটগার্ড,ইলেক্ট্রিশিয়ান সহ চর্তুথ শ্রেণির কর্মচারী ও আশেপাশের ভাসমান দোকানদারদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের প্যাকেজে ছিল সেমাই, নডুলস, চিনি, তেল, দুধ, চাল, ডাল,আলু।
ঈদ উপহার সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে করোনা ভাইরাস সংকটের ফলে আমাদের আশেপাশে বিভিন্ন নিম্নবিত্ত মানুষের মধ্যে আর্থিক অসচ্ছলতা দেখা দিয়ছে। সেই নিম্নবিত্ত মানুষের মধ্যে আমাদের স্কুলের বিভিন্ন কর্মচারী, স্কুলের সামনে বিভিন্ন ভাসমান দোকানদারেরাও আছেন। স্কুলে পড়াকালীন এইসব কর্মচারী যেমন আমাদের স্কুলের পরিচর্যাকারী ছিলেন তেমন সেইসব ভাসমান দোকানদারেরা আমাদের টিফিনের সময় বা স্কুল ছুটির পর ছোটবেলার ছোট ছোট খুশির অংশ ছিলেন। তাই তাদের কথা চিন্তা করে আমরা প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ২০১৩ ব্যাচের ছাত্রবৃন্দ এই উদ্যোগ নিয়েছি যেন আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারি।
আরও পড়ুন
শিক্ষা ও ক্যাম্পাস বিভাগের সর্বাধিক পঠিত
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- মধ্যরাতে শাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে শাবিপ্রবিতে পরীক্ষা
- শাবিতে নতুন প্রক্টর
- প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শাবি
- এবার শাবি প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিলেন মিসবাহ উদ্দিন সিরাজ
- অভিযুক্ত শাবি শিক্ষার্থী সুবিরকে সাময়িক বহিষ্কার
- ২৮ এপ্রিল থেকে শাবিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু
- ২২১৬ জনকে ১৫ জিবি ডাটা দিল শাবি প্রশাসন
- ‘আমি সত্যি এ দুনিয়ার যোগ্য না’ লিখে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা
সর্বশেষ
জনপ্রিয়