নিজস্ব প্রতিবেদক
অনলাইন পরীক্ষায় দ্বাদশ শ্রেণিতে উঠবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

ফাইল ছবি
অনলাইনে এমসিকিউ পরীক্ষা দিয়ে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
রোববার ঢাকা কলেজের একাডেমিক কাউন্সিলের অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা কাল দীর্ঘায়িত হলে শিক্ষার্থীরা বিপাকে পড়তে পারে। এজন্য আমরা এমসিকিউ পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা কলেজ সূত্রে জানা গেছে, ওই সভায় একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়টি তদারকি করবে শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি নিবিড় পর্যবেক্ষণ কমিটি।
নিবিড় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে ভর্তি যোগ্যতার জন্য গ্রেড নির্ধারণ করে দেয়া হবে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা