নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের মেয়াদ বাড়ল ৭ দিন

ফাইল ছবি
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এক অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তার সাথে ছিলেন রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মনজুর এলাহী পরাগ ও আইনজীবী অ্যাডভোকেট আইনুন নাহার।
অনেক অভিভাবক ও শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করতে গেলে যাদের বয়স ১১ বছরের কম, তাদের আবেদন সফটওয়্যার গ্রহণ করছিল না। এ কারণে সার্ভার মোডিফাই (সফটওয়্যার) করার নির্দেশও দিয়েছেন আদালত।
এর আগে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না বলে সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে সে সিদ্ধান্ত স্থগিতসহ বিষয় নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন চেয়ে মুন্সীগঞ্জ সদরের এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মিজানুর রহমান মন্ত্রণালয় বরাবর গত ২৩ ডিসেম্বর একটি আবেদন জানায়। কিন্তু আবেদনের কোনও সদুত্তর না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। সে রুটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ দিলেন।
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা