Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৫, ২২ ফেব্রুয়ারি ২০২১

নির্ধারিত সময়ে হবে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা

ফাইল ছবি

ফাইল ছবি

নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, এসকল পরীক্ষার সময় পরিবর্তন করা হবে না।

তিনি বলেন- ৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার সময় অনেক আগেই নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষার আবেদন কার্যক্রম গত বছর শেষ হয়েছে। শিগগিরই পিএসসির ঘোষণা অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে।

তবে চলমান ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম বাড়ানো যেতে পারে বলে জানান পিএসসি চেয়ারম্যান।

তিনি বলেন আমরা চাই সকল যোগ্য প্রার্থীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করুক, সে কারণে দ্বিতীয় দফায় ৪৩তম বিসিএসে আবেদনের সময় কার্যক্রম বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় চাইলে প্রয়োজন ভিত্তিক এ সময় আরও বাড়ানো যেতে পারে।

এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়ালি এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কারো বয়স শেষ হলে তাকে আবেদন করা থেকে বঞ্চিত করা হবে না। যোগ্যরা যেন আবেদন করা থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি খেয়াল রাখা হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিএস পরীক্ষা ও আবেদনের সময় নির্ধারণ করা হবে। এজন্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা করে সকল বিসিএসের আবেদন ও পরীক্ষার সময় বাড়ানো হতে পারে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন:

প্রয়োজনে বাড়ানো হবে বিসিএসে আবেদনের সময়সীমা: শিক্ষামন্ত্রী

চলমান সব পরীক্ষা স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্যালয়

♦  ২৪ মে থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের ক্লাস: শিক্ষামন্ত্রী

♦  ১৭ মে খুলছে বিশ্ববিদ্যালয়ের হল

♦  ভর্তি পরীক্ষা নিয়ে আগের সব সিদ্ধান্ত বাতিল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়