Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ১৬ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:৫৭, ১৬ অক্টোবর ২০২১

কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ বাপ্পী

সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক বায়েজিদ আহম্মেদ বাপ্পী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত খুলনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদ’র কার্যনির্বাহী পরিষদ-২০২১ গঠন করা হয়েছে৷ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১তম ব্যচের শিক্ষার্থী আবু নাঈমকে সভাপতি এবং একই বিভাগের  ১২তম ব্যচের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়৷ 

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যপক ড. জি এম মনিরুজ্জামান এবং সদ্য বিদায়ী সভাপতি মোঃ আশিক রেজা এবং সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেন ৷

নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন রওনক জাহান (এমসিজে-১১তম), মীর মাহমুদ (নৃবিজ্ঞান- ১০ম ), প্রসেনজিৎ (বাংলা- ১১তম), এশা উর্মি (লোকপ্রশাসন-১০ম ), মাহমুদুল মাশুক (ফিনান্স ও ব্যাংকিং- ১১তম), নূর আলম (আইন-১১তম), জাহিদ হাসান (লোকপ্রশাসন- ১১তম)।  

যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন,  রাকিব মাহমুদ (আইন-১১ তম), অমিত সরকার  (রসায়ন- ১২তম) , তৌসিক হোসেন (এমসিজে-১১তম), মুশফিক মাহীর (মার্কেটিং- ১২তম), হাসানুর রহমান (বাংলা- ১২তম), আবু হাসনাত অনিক (বাংলা- ১২তম) 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন, তরিকুল ইসলাম (এমসিজে-১৩তম), সুপন আহমেদ (প্রত্নতত্ত্ব- ১৩তম), নিগার সুলতানা বৃষ্টি (মার্কেটিং- ১২তম),
ইমন ( ম্যানেজমেন্ট-১২তম) 

এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, অর্থ সম্পাদক, সালমান জাহান (একাউন্টিং- ১৩ তম ); উপ অর্থ সম্পাদক, তুসার আব্দুল্লাহ (ইংরেজি-১৩ তম); দপ্তর সম্পাদক,  শিপলু আহমেদ (আইসিটি-১২তম) ; উপ দপ্তর সম্পাদক : আলফাজ উদ্দীন (১২তম প্রত্নতত্ত্ব); প্রচার সম্পাদক: শরিফ উদ্দীন (পদার্থ- ১২তম)। 

উপ প্রচার সম্পাদক: কায়েস আহমেদ (এমসিজে- ১৪তম); নারী বিষয়ক সম্পাদক:  সিলভিয়া রহমান (আইন- ১৩তম); উপ নারী বিষয়ক সম্পাদক: নাজিফা আফসানা ঐশি (নৃবিজ্ঞান- ১৪তম); ক্রীড়া বিষয়ক সম্পাদক: আরাফাত হোসেন(১২তম) ;উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক, খালিদ নাসিরুল্লাহ (এমসিজে-১৪তম); সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: রিমন কুমার দাস; উপ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নিশাত আনজুমান অনন্যা(ইংরেজি- ১৪তম)

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, আলফাজ হোসেন( ১০ম ব্যাচ), মিঠুন খান (আইন- ১০ম),সানজীদা ইসলাম (নৃবিজ্ঞান- ১১তম), মেহেদী হাসান (ম্যানেজমেন্ট- ১১তম), মোহাম্মদ সাহেদুল, সাদিয়া ফেরদৌস (প্রত্নতত্ত্ব- ১৩তম ব্যাচ) ওমাসুদ রানা (ইংরেজি-১৪তম ব্যাচ)। 

উল্লেখ্য, আগামী এক বছর নবগঠিত এই কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।

আইনিউজ/খালেদুল হক/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়