খালেদুল হক, কুবি প্রতিনিধি
কুবিতে আইন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও মোড কোর্ট উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) আইন বিভাগের ৭ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এসমময় বিভাগটির মোড কোর্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন।
বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় আইন বিভাগের নবগঠিত মোড কোর্টে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগের করিডোরের সামনে থেকে একটি র্যালী শুরু করে প্রশাসনিক ভবন, গোল চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিপার্টমেন্টে এসে শেষ হয়। র্যালী শেষে কেক কেটে মোড কোর্ট ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান। আইন ফাকাল্টির ডিন অধ্যাপক ড. শামিমুল ইসলাম সহ আইন বিভাগের বিভিন্ন শিক্ষকরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, আইন ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক মোড কোর্ট রয়েছে। এই মোড কোর্ট নিজের কর্মক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে। আইন পেশায় অনেক টাকা রয়েছে। তবে আইনের শিক্ষার্থী হিসাবে তোমাদের আইন বিষয়ে ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ অবৈধ হিসাবে যে সংবাদ পাবলিশ হয়েছে তার কোন ভিত্তি নেই। যারা যোগ্য তারা নিয়োগ পেয়েছেন।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩