Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৭:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট

গতকাল সন্ধ্যার পর জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত সকল স্নাতক বা সমমান পরীক্ষার তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর শিক্ষার্থীদের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল দেখার জন্য অধীর আগ্রহ রয়েছে।

সারা দেশ জুড়ে রয়েছে প্রায় কয়েক হাজার সরকারি বেসরকারি জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে অনার্স বা স্নাতক সমমান। এ সকল প্রতিষ্ঠানে পড়াশোনা করে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থীরা। চার বছরের এই কোর্সটি পড়ে থাকেন অনেকেই। এবার যারা ২০২৩ সালে তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল প্রকাশিত করা হয়েছে গতকাল রাতে। এবারের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লক্ষ ৩৯ হাজার শিক্ষার্থীরা। যার মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা হচ্ছে ৮১ হাজার ৬৭১ জন। অর্থাৎ এবারের পাশের সংখ্যা হচ্ছে 58.76 শতাংশ। ফলাফল প্রকাশিত হওয়ার পর সবাই ফলাফল দেখেছেন আবার অনেকে ফলাফল এখন পর্যন্ত দেখতে পারেননি। তারা নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করে ফলাফল দেখে নিন।

অনার্স ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট

এই রেজাল্ট দেখার জন্য শিক্ষার্থীকে অবশ্যই এই ওয়েবসাইটে প্রথমে প্রবেশ করে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ফলাফল অপশনে যেতে হবে। ফলাফলের প্রবেশ করার পর নিজের ধাপগুলো নির্বাচন করতে হবে এবং তারপর ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।

  • কোর্স নির্বাচন
  • পরীক্ষার সাল
  • রেজিস্ট্রেশন নম্বর
  • সেশন

উপরের ধাপগুলো সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই একজন শিক্ষার্থী তার ফলাফল দেখতে পারবেন। তাইলে একজন শিক্ষার্থী এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পারেন। অনলাইনে দেখলে তিনি মার্কশিট সহ যাবতীয় সকল তথ্যগুলো দেখতে পারবেন। শুধুমাত্র প্রয়োজন হবে একটি এন্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার। নিজে দেখতে না পারলে যে কোন কম্পিউটারের দোকান থেকে দেখতে পারবে এই ফলাফল।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়