আপডেট: ০৮:৫১, ৭ আগস্ট ২০১৯
১৬ মামলার গ্রেফতার আসামি বন্দুকযুদ্ধে নিহত
যশোর: যশোরে ১৬টি মামলার গ্রেফতার এক আসামি গ্রেফতার হওয়ার পর পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ বুধবার (৭ আগস্ট) ভোরে যশোর সদর উপজেলার মাহিদিয়া কাদিরের ইটভাটার কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান।
নিহত শিশির ঘোষ (৩০) যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার নিত্য ঘোষের ছেলে। হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।
ওসি মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের শংকরপুর মুরগিফার্ম এলাকা থেকে শিশিরকে বোমাসহ আটক করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অবৈধ অস্ত্রের তথ্য পাওয়া যায়। পরে সেই অস্ত্র উদ্ধারে ভোরের দিকে শিশিরকে নিয়ে অভিযানে বের হয় পুলিশের একটি দল। মাহিদিয়া কাদিরের ইটভাটার কাছে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা শিশিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে শিশিরকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”
গুলিবিদ্ধ শিশিরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি।
আইনিউজ/এইচএ/ইএন
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের