প্রকাশিত: ০৬:২৬, ১৭ জুন ২০১৯
আপডেট: ০৬:২৬, ১৭ জুন ২০১৯
আপডেট: ০৬:২৬, ১৭ জুন ২০১৯
শহীদ মিনারের সিঁড়ি ভেঙ্গে টয়লেটের সেপটিক ট্যাংক!
মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের সিঁড়ি ভেঙ্গে নির্মাণ করা হয়েছে টয়লেটের সেপটিক ট্যাংক।
ভাষা সৈনিকদের স্মৃতিস্তম্ভের একাংশ ভেঙ্গে এরকম সেপটিক ট্যাংক নির্মাণের কারণে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন স্থানীয়রা।
জানা যায়, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে কোনো শহীদ মিনার না থাকায় স্কুলের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম ব্যক্তিগত অর্থায়নে মাঠের উত্তর দিকে শহীদ মিনার নির্মাণ করে দেন। প্রায় ১৮ বছর ধরে এ শহীদ মিনারে বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিবসে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করছেন।
২০১৭ সালের ১৬ মার্চ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে একতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার শহীদ মিনারের পশ্চিম পাশের কয়েকটি সিঁড়ি ভেঙে এ ভবনের টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। রমজান মাসের ছুটির সময় শৌচাগারের ট্যাংকি নির্মাণ করায় বিষয়টি স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর নজরে আসেনি।
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসের সঙ্গে কথা বললে তিনি জানান, “ঠিকাদার মিস্ত্রিরা বলেছিলো শহীদ মিনার স্পর্শ না করেই সেপটিক ট্যাংক নির্মাণ করতে পারবে। কিন্তু পরে দেখা যায় তারা সিঁড়ি ভেঙে ফেলেছে।”
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী জানান, “দ্রুত সময়ের মধ্যে এ স্থান থেকে শহীদ মিনারটি বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।”
এ বিষয়ে মৌলভীবাজার জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, “স্কুল কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী ঠিকাদারকে স্থান নির্ধারণ করে দেওয়ায়ই এখানে ট্যাংকি নির্মাণ করা হয়েছে। তবে সবাই চাইলে শহীদ মিনারের নিকট থেকে সেপটিক ট্যাংক সরানো যেতে পারে।”
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়