প্রকাশিত: ০৬:১১, ১০ জুলাই ২০১৯
আপডেট: ০৬:১১, ১০ জুলাই ২০১৯
আপডেট: ০৬:১১, ১০ জুলাই ২০১৯
কক্সবাজারে ট্রলারডুবি, সৈকতে ৬ লাশ
আইনিউজ ডেস্কঃ কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্ট থেকে ছয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) ভোরে এই লাশগুলো জোয়ারের পানিতে ভেসে সৈকতে আসে। পরে সকাল ৭টায় ভাসমান একটি ট্রলারের পাশ থেকে দুইজনকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজ এখনও সাতজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, ভোরে সৈকতে লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায় ও সৈকতের সিগাল থেকে পুলিশ প্রথমে চার মৃতদেহ উদ্ধার করে। ৭টার দিকে মাছ ধরা ট্রলারের পাশ থেকে আরও দুইটি মৃতদেহ এবং মুমূর্ষু অবস্থায় দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করা ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশনের মো. জুয়েল (২২) ও মনির আহমদ (৫০)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ও নিখোঁজ ব্যক্তিরা সবাই জেলে।
পুলিশ জানায়, এসব লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুই জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মো. খায়রুজ্জামান জানান, পাঁচ দিন আগে ভোলার চরফ্যাশন থঙ্কে একটি ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে নামেন ১৫ জন জেলে। কক্সবাজার উপকূলে মাছ ধরতে এসে ট্রলারটি ঝড়ো হাওয়ার কবলে পড়ে। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে প্রাণ রক্ষার জন্য জেলেরা সাগরে ঝাঁপ দেন। কিন্তু উত্তাল সাগরে তারা উপকূলে পৌঁছাতে পারেননি।
চার দিন থেকেই উত্তাল কক্সবাজারের উপকূল। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে এবং কক্সবাজার উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ আছে।
কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, গত ২০ মে থেকে টানা ৬৫ দিনের জন্য বঙ্গোপসাগরে চলছে সরকারের ‘মাছ ধরা বন্ধ’ কর্মসূচি। জেলার টেকনাফ, কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া উপজেলার প্রায় ৬ হাজার ট্রলার এখন বঙ্গোপসাগরে নেই এই কর্মসূচির কারণে। ট্রলারগুলো সব স্থানীয় ঘাটগুলোতে নোঙর করা। আর সরকারের নির্দেশনা অমান্য করেই উত্তাল ও দূর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে এই ট্রলার মাছ ধরতে সাগরে যায় এবং দুর্ঘটনার কবলে পড়ে। কয়েকজন জেলে এখনো নিখোঁজ।
পুলিশ জানায়, মৃত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিরা সবাই চরফ্যাশনের বাসিন্দা। এখনোও নিখোঁজ জেলেদের উদ্ধারে অনুসন্ধান চলছে ।
এসডি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়