Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ২৫ মে ২০২০

মাথায় কাঁঠাল পড়ে আহত, টেস্ট করে জানা গেল করোনা আক্রান্ত

গাছে উঠেছিলেন কাঁঠাল পাড়তে। কিন্তু হঠাৎ তার মাথায় ছিড়ে পড়ে একটি কাঁঠাল । আঘাত পাওয়ার পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে গিয়ে রক্ত পরীক্ষা করাতেই ধরা পড়ল, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। জানা গেছে কাসরগোড় জেলার এক অটোরিকশাচালক কিছুদিন আগে গাছে উঠেছিলেন কাঁঠাল পাড়তে। হঠাৎ তার মাথায় একটি কাঁঠাল ছিড়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে কান্নুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা বললেন মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন, অস্ত্রোপচার লাগবে । এসময় হাসপাতালের নিয়ম অনুযায়ী ওই অটোচালকের করোনা টেস্ট করানো হয়। তারপরেই জানা যায় সে করোনা আক্রান্ত।

ভারতের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ওই অটোচালকের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি, তার সংস্পর্শে আসা লোকজনেরও খোঁজখবর নেয়া হচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়