Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৩০ জানুয়ারি ২০২৩

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, ৩২ জন নিহত 

পেশোয়ারের জনবহুল পুলিশ লাইন্স এলাকার এই মসজিদে বিস্ফোরণটি ঘটে। ছবি- দ্য ওয়াশিংটন পোস্ট

পেশোয়ারের জনবহুল পুলিশ লাইন্স এলাকার এই মসজিদে বিস্ফোরণটি ঘটে। ছবি- দ্য ওয়াশিংটন পোস্ট

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড়শ জন। 

আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পেশোয়ারের জনবহুল পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসোদ হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হাসপাতালে এ পর্যন্ত প্রায় দেড়শ জন আহতকে আনা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুত্বর।

স্থানীয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ৩২ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অসিম জানান, বোমা বিস্ফোরণের এলাকাটিতে নিরাপত্তা বেষ্টনি তৈরি করেছে পুলিশ। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এই এলাকায় প্রবেশ করতে পারছে।

পুলিশ কর্মকর্তা সিকান্দার খান জানিয়েছেন, মসজিদের ধ্বংসাবশেষে অনেক লোক আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

তাৎক্ষনিক এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বোমা হামলাটি আত্মঘাতি ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ