Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১২:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

সিরিয়ায় আইএসের নৃশংস হামলায় ৫৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরিয়ায় আইএসের নৃশংস হামলায় কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানা গেছে। ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। 

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। রাষ্ট্রীয় ঐ গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এ হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হাসপাতালে নেয়া নিহতদের মাথায় গুলির ক্ষত রয়েছে। এছাড়া বেঁচে যাওয়া একজন সানাকে জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে আইএস।

যদিও এ হামলার জন্য কেউ এখনো দায় স্বীকার করেনি।

আইনিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়