Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ২৬ মার্চ ২০২৩

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড আমেরিকার একাধিক রাজ্য 

বিধ্বংসী এক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্য। দেশটির ক্যালিফোর্নিয়ার, মিসিসিপি রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে খবর প্রকাশ করেছে সিএনএন। টর্নেডোর আঘাতে দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছেন। 

স্থানীয় সময় শুক্রবার দিবাগত গভীর রাতে মিসিসিপি জুড়ে একটি টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে আহত হয়েছেন অসংখ্য মানুষ। এতে কয়েকশ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। বর্তমানে টর্নেডোর প্রভাবে প্রায় ৩২ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।

প্রবল বাতাস এবং ঝড়ের দাপটে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির আবহাওয়া দফতরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে।

ঝড়ের কারণে গোটা শহর বিদ্যুৎহীন ছিল। শহরের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়েছে।

মিসিসিপির গভর্নর টেট রিভস সমাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, মারাত্মক টর্নেডোতে অন্তত ২৬ জন মিসিসিপিবাসী মারা গেছেন। অনেকে আহত হয়েছেন। উদ্ধারকারী দল এখনও কাজ করছে।

রোলিং ফর্কের মেয়র এলড্রিজ ওয়াকার বলেন, টর্নেডোর আঘাতে আমার শহর ধ্বংস হয়ে গেছে। তবে আমরা আবার উঠে দাঁড়াব।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়