Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ৪ জুলাই ২০২৩

আফগানিস্তানে বিউটি পার্লার নিষিদ্ধ করলো তালেবান 

আফগানিস্তানের একটি বিউটি পার্লার। ছবি- সংগৃহীত

আফগানিস্তানের একটি বিউটি পার্লার। ছবি- সংগৃহীত

ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানদের নেতৃত্বে আমূল পরিবর্তন ঘটেছে আফগানিস্তানের সমাজ ও রাজনীতিতে। সর্বশেষ দেশটিতে নারীদের সৌন্দর্য বর্ধনী বিউটি পার্লার নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান। এ বিষয়ে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার দেওয়া এক মৌখিক আদেশের কথা জানিয়েছে দেশটির নীতি ও নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার কাবুলভিত্তিক টেলিভিশন চ্যানেল টোলোনিউজকে বলেন, রাজধানী কাবুলসহ আফগানিস্তানজুড়ে এ আদেশ কার্যকর করা হবে। খবর এনডিটিভির 

আকিফ মাহাজার আরও জানান, এরই মধ্যে কাবুল পৌরসভাকে নারীদের রূপচর্চাকেন্দ্রগুলোর লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।

সে অনুযায়ী এখন যেসব রূপচর্চাকেন্দ্রের কার্যক্রম চলছে, সেগুলো বন্ধ করতে হবে। নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ থাকবে। বাতিল করা হবে আগের দেওয়া লাইসেন্স।

নতুন করে ক্ষমতায় আসার পর তালেবান প্রশাসন নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে চলেছে। এরই মধ্যে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পার্ক ও বিনোদনকেন্দ্রের দরজাও নারীদের জন্য বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়