Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ৬ জুলাই ২০২৩

দ. আফ্রিকায় বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে ১৬ জনের মৃত্যু 

বোকসবার্গের ওই বসতিতে ঘটনার পরপরই এসে উপস্থিত হন পুলিশ সদস্যরা। ছবি- সংগৃহীত

বোকসবার্গের ওই বসতিতে ঘটনার পরপরই এসে উপস্থিত হন পুলিশ সদস্যরা। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিকেজের ঘটনায় অন্তত ১৬ জন মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

বুধবার (৬ জুলাই) জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যদিও এই ঘটনার সঙ্গে অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কেননা, অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে থাকেন। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। পরিত্যাক্ত খনি থেকে মাটি চুরি করে এনে এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করা হয়।

বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে পাওয়া যায়। যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে সেই স্থানের ১০০ মিটারের মধ্যে নিহতদের পাওয়া যায়।

এদিকে জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।

তবে তাদের আশঙ্কা, ওই এলাকা থেকে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে। আহত বা নিহতদের খুঁজে বের করতে রাতের বেলায়ও উদ্ধার অভিযান চলছিল।

উল্লেখ্য, ৬ মাস আগে জোহানেসবার্গেই একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণ হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ না কাটতে কাটতে আবারও গ্যাস দুর্ঘটনায় মৃত্যু দেখল শহরটি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়