Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ১৪ আগস্ট ২০২৩

নাইজারে গদিচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে সামরিক সরকার

পুরোনো ছবি

পুরোনো ছবি

নাইজারে চলছে রাজনৈতিক অস্থিরতা। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে এরিমধ্যে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এবার গদিচ্যুত প্রেসিডেন্টের বিচার করতে বসছে নাইজারের সামরিক সরকার। 

গত ২৬ জুলাই আফ্রিকার দেশ নাইজারে রক্তপাতহীন এক অভ্যুত্থান ঘটে। এতে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে তারা দেশটির ক্ষমতা দখল করে নেয়।

রোববার (১৩ আগস্ট) গভীর রাতে নাইজারের সামরিক জান্তার পক্ষ থেকে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। 

এছাড়া নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিম আফ্রিকার নেতাদের নিন্দা করেছে দেশটির সামরিক জান্তা।

সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)।

বাজোমকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বলপ্রয়োগের বিষয়টিও ইকোওয়াস উড়িয়ে দেয়নি।

নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে যত দ্রুত সম্ভব ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর এই জোট। তবে তারা সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়