Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ৯ অক্টোবর ২০২৩

অর্থনীতিতে নোবেল পেলেন হার্ভার্ডের ক্লডিয়া গোল্ডিন

অর্থনীতিতে এ বছর নোবেল জেতা ক্লডিয়া গোল্ডিন।

অর্থনীতিতে এ বছর নোবেল জেতা ক্লডিয়া গোল্ডিন।

নোবেল পুরস্কার ২০২৩ এ অর্থনীতি বিভাগে নোবেল জিতেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। শ্রমবাজারে নারীর ভূমিকা নিয়ে গবেষণার জন্য তাকে এ পুরস্কারটি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে ২০২৩ সালের অর্থনীতি শাখার নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই নাম ঘোষণা করে। এ নিয়ে এ বছর নোবেল পুরস্কার জেতা সবার নাম প্রকাশ করলো নোবেল কতৃপক্ষ।

নোবেলজয়ীর নাম ঘোষণার অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের জুরিরা বলেন, নারী শ্রমিকদের বাজার সম্পর্কে সাধারণ লোকজনের জানাশোনা ও বোঝাপড়ার উন্নয়নে বিশেষ অবদানের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ও গবেষককে চলতি বছর নোবেলের জন্য যোগ্যব্যক্তি বলে মনে করেছে একাডেমি।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। ২০২২ সাল পর্যন্ত এই শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ৫৪টি। চলতি বছর ৫৫তম পুরস্কারটি দেওয়া হলো।

নোবেলজয়ীরা নোবেল পদকের পাশাপাশি পাবেন একটি সনদপত্র, মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ১১ কোটি ১৩ লাখ টাকা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়