Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ১৭ অক্টোবর ২০২৩

গাজা-ইসরায়েল যুদ্ধ বন্ধের প্রস্তাব বাতিল

রাশিয়া গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে যে প্রস্তাব উত্থাপন করেছিল সেটি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

জানা গেছে, সোমবার জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধে প্রস্তাব উত্থাপন করে এর পক্ষে সমর্থন আশা করেন। পরে এতে অনেক দেশ সাড়া না দেওয়ায় তা প্রত্যাখ্যান হয়। 

বৈঠকে রাশিয়ার প্রস্তাবটি উত্থাপনের পর নিরাপত্তা পরিষদের স্থায়ী-অস্থায়ী ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে ৪টি রাষ্ট্র এটির পক্ষে এবং যুক্তরাষ্ট্রসহ অপর ৪টি রাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়; আর ভোটদান থেকে বিরত থাকেন বৈঠকে উপস্থিত অপর ছয় সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১৪০০ ইহুদি নিহত হয়। হামাসের হামলার পর পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এ হামলা এখনো অব্যাহত। এতে চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। 

এদিকে হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে বুধবার তেল আবিব যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নৈতিক দায়িত্ব ছিল। কারণ ইসরায়েলের হামলায় প্রতি ঘণ্টায় ১২ জন ফিলিস্তিনি নিহত হচ্ছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়