আপডেট: ১৩:১৭, ২৯ আগস্ট ২০১৯
সব দোষ মিয়ানমারের : এ কে আবদুল মোমেন
ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ার জন্য মিয়ানমার বাংলাদেশকে দায়ী করে বক্তব্য দিয়েছে। তাঁদের এই বক্তব্য প্রত্যাখ্যান করে মিয়ানমারকে এ ব্যাপারে ব্যর্থ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
এরপর পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার পেছনে বাংলাদেশের কোনো দোষ নেই। সব দোষ মিয়ানমারের।
তিনি বলেন, এখানে বাংলাদেশের কোনো দোষ নেই। সব দোষ মিয়ানমারের। কারণ, আমাদের পক্ষ থেকে যা যা করার ছিলো বাংলাদেশ তা করেছে। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা রোহিঙ্গাদেরকে সেই প্রতিশ্রুতি বিশ্বাস করাতে পারেনি।
মিয়ানমার যে রোহিঙ্গাদের ফেরার জন্য নিরাপদ তা তাদের বিশ্বাস করানোর জন্য আন্তর্জাতিক মহল, বিভিন্ন সংস্থা এবং কিছু রোহিঙ্গা নেতাদের রাখাইনের পরিস্থিতি সরজমিনে পরিদর্শনের সুযোগ তৈরিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিলো। এ নিয়ে সকল ধরনের প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলো বাংলাদেশ। কিন্তু সব কিছু প্রস্তুত থাকলেও ২২ আগস্ট কোনো রোহিঙ্গা যেতে না চাওয়ায় প্রত্যাবাসন শুরু হয়নি।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের