Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ৯ মার্চ ২০২১

মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি

মওদুদ আহমেদ

মওদুদ আহমেদ

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মওদুদের ব্যক্তিগত সহকারী মো. সুজন।

তিনি বলেন, আজকে সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে গেছে।গতকাল ফুসফুসে পানি জমেছে, আগের চেয়ে অবস্থা এখন অবনতি হয়েছে।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে। পরে ১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়।

এরপর আবার ২১ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ