Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আমেরিকা কাকে ভিসা দেবে এটা তাদের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আমেরিকার ভিসিনীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন,  তারা কাকে ভিসা দেবে এটা তাদের নিজস্ব বিষয়। আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর থানার নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

এসময় তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা আমেরিকার গতানুগতিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়ার কিছু নেই। আমেরিকার ভিসানীতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক রয়েছে। আগামীতেও স্বাভাবিক প্রক্রিয়ায় কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়