Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ মে ২০১৯
আপডেট: ১৪:৫৬, ১৫ মে ২০১৯

স্বাস্থ্য পরীক্ষার জন্য লণ্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি

আইনিউজ ডেস্ক: চোখের চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। বঙ্গভবনের এক মুখপাত্রের সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) রাষ্ট্রপতিকে নিয়ে আজ সকাল ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দর ত্যাগ করার আগে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম, মুখ্যসচিব মো. নজিবুর রহমান আসেন। এছাড়াও  ছিলেন তিন বাহিনীর প্রধানগণ রাষ্ট্রপতিকে বিদায় জানাতে এসময় উপস্থিত ছিলেন।   মুখপাত্র আরো জানান, রাষ্ট্রপতি ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে রাষ্ট্রপতি গত বছরের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন তিনি। (বাসস নিউজ) এইচএ/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়