Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

প্রত্যুষ তালুকদার

প্রকাশিত: ২৩:৩২, ২০ মে ২০২১
আপডেট: ০৯:২৬, ২১ মে ২০২১

রোজিনা ইসলাম সৎ-অনুসন্ধানী-সাহসী সাংবাদিকতার প্রতীক

প্রত্যুষ তালুকদার, সাংবাদিক।

প্রত্যুষ তালুকদার, সাংবাদিক।

এমন, স্বচ্ছ নদীর মতো বয়ে চলা রোজিনাদের জন্য পথে নামার সুযোগ বারবার আসেনা। তার মতন এমন অনুসন্ধিৎসু মন- যে পেশাকে ধারণ ও লালন করে;  সেই পেশার জন্য এভাবে চিৎকার করার সুযোগ সচরাচর হয়ে ওঠেনা।

রোজিনা ইসলাম আমার কাছে হালের, 'গণহারে'  সাংবাদিকতার প্রতীক না।

ইয়েলো জার্নালিজম, মিডিয়ামোঘল, টকশোতে ঝগড়াটে, স্ট্যান্টবাজ, সুযোগ পাইলে লুটপাট করা, গোপনে মধু খাওয়া- টাইপ সাংবাদিক - না। 

আমার কাছে তিনি- স্ক্রিনে এসে যাচ্ছেতাই বকবকানি না। কৌশলে কাউকে রক্ষা, কিংবা কাউকে ঢালাও কাঁদা মাখানো প্রভাবশালী কেউ না।

রোজিনা ইসলাম আমার কাছে 'গণমাধ্যম ব্যক্তিত্ব' না; আমার কাছে নিষ্ঠাবান 'গণমাধ্যম কর্মী।'
আমার ভালোলাগা - একরকম 'নিভৃত সত্যসৈনিক' হিসেবে; যদ্দুর জেনেছি, তিনি নিপাট সাদামাটা-পরিচ্ছন্ন ব্যাক্তিত্বের একজন পেশাদার সাংবাদিক। সৎ-অনুসন্ধানী-সাহসী সাংবাদিকতার প্রতীক।

রোজিনা ইসলাম আমার কাছে 'গণমাধ্যম ব্যক্তিত্ব' না; আমার কাছে নিষ্ঠাবান 'গণমাধ্যম কর্মী।'
আমার ভালোলাগা - একরকম 'নিভৃত সত্যসৈনিক' হিসেবে; যদ্দুর জেনেছি, তিনি নিপাট সাদামাটা-পরিচ্ছন্ন ব্যাক্তিত্বের একজন পেশাদার সাংবাদিক। সৎ-অনুসন্ধানী-সাহসী সাংবাদিকতার প্রতীক।

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম।

অপসাংবাদিকতা, দলবাজি- সুযোগ সন্ধানী-হিডেন ল্যাঞ্জ্যাধারীদের ভিড়ে- রোজিনার সন্তর্পণ বিচরণ ও কর্ম আমার কাছে আদর্শের একটা ইমেজ।

হম্বিতম্বি নয় এবং, এই ধাঁচের এথিক্সওয়ালা সাংবাদিকের এমন 'নীরব টলমল বয়েচলা অনুসন্ধিৎসা' আমার কাছে স্বপ্নের মতো। 

যদিও আমি এমন ভালো কাজ করতে পারিনি, তবু, একজন ছাপোষা সাংবাদিক বা গৎবাঁধা টিভি রিপোর্টার হয়েও আমি স্বপ্ন দেখি উনার মতো হয়ে উঠবো কোনো একদিন। আর, একারণেই প্রতিবাদী আমার রাস্তায় নামা...।

আমি কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের পক্ষে রাস্তায় নামিনি; কোনো বিশেষ আদর্শের বিপক্ষেও নয়।

নেমেছি দূর্নীতিবাজদের বিরুদ্ধে; রোজিনা ইসলামের মতো স্বচ্ছ একেবারেই পেশাদার অনুসন্ধানী সাংবাদিকদের গলাটিপে ধরা 'হায়েনাদের' বিরুদ্ধে।

এমন, স্বচ্ছ নদীর মতো বয়ে চলা রোজিনাদের জন্য পথে নামার সুযোগ বারবার আসেনা। তার মতন এমন অনুসন্ধিৎসু মন- যে পেশাকে ধারণ ও লালন করে;  সেই পেশার জন্য এভাবে চিৎকার করার সুযোগ সচরাচর হয়ে ওঠেনা।

মাঠে অনেকবারই নেমেছি, চিৎকারও করেছি - মনে বিস্তর প্রশ্নবোধক নিয়ে। এবার এমনটা হয়নি।

আমার আন্দোলন বা প্রতিবাদী আবেগ মিশনওয়ালা সাংবাদিক নামধারীদের জন্য না।। কিংবা ঢালাও সাংবাদিকতার ছাদের তলায় আশ্রয় নিয়ে ফুলেফেঁপে ওঠা মুখোশধারী দানবদের জন্যও না।।

#রোজিনা_ইসলামের_মুক্তি_চাই।

||ভাবের নয়, কাজের স্বভাবের কর্মীর জয় হোক||

প্রত্যুষ তালুকদার, সাংবাদিক

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়