Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ০৬:৪২, ৮ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:৪২, ৮ আগস্ট ২০১৯

ডেঙ্গুতে মারা গেলেন তিতুমীর সরকারি কলেজের ছাত্র

ঢাকা: এবার ঢাকার তিতুমীর সরকারি কলেজের এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার  (৭ আগস্ট) বিকেলে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। মেহেদী তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের ছাত্র ছিলেন। তিনি আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ১০২ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মেহেদী হাসান তিনদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।

ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত এক নার্স জানান, মেহেদীর প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল। ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী। পরে গতকাল বুধবার (৭ আগস্ট) বাদ মাগরিব তিতুমীর কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

আজ (বৃহস্পতিবার) কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রামে মেহেদীর দাফন সম্পন্ন হবে।

আইনিউজ ডেস্ক/এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়