Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১২:৩১, ৮ আগস্ট ২০১৯
আপডেট: ১২:৩১, ৮ আগস্ট ২০১৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ মেয়ে মরিয়ম নেওয়াজকে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যম দ্যা দন গ্রেফতারের খবরটি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে চৌধুরী সুগার মিলের অর্থ প্রতারণায় সংযোগ থাকায় মরিয়মকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। একই মামলায় সম্পৃক্ততার জেরে গ্রেফতার করা হয়েছে মরিয়মের চাচাত ভাই ইউসুফ আব্বাসকেও।

মরিয়ম পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট। পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে এনএবি'র প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে। এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, শুক্রবার সকালে তাকে আদালতে উপস্থিত করা হবে।

আইনিউজ/এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়