Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৩৮, ১১ মার্চ ২০২৩

মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার 

পুলিশের কাছে আটক অভিযুক্ত বৃদ্ধ হান্নান মিয়া। ছবি- আই নিউজ

পুলিশের কাছে আটক অভিযুক্ত বৃদ্ধ হান্নান মিয়া। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদরে ৮ বছর বয়সী এক নাবালিকা শিশু ধর্ষণের অভিযোগে হান্নান মিয়া (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ। 

শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে সদর থানার এসআই মোখলেসুর রহমান লস্করের নেতৃত্বে এক অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ থেকে অভিযুক্ত হান্নান মিয়াকে গ্রেফতার করা হয়। 

থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ মার্চ) বিকেলে মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুরে হান্নান মিয়া তার প্রতিবেশির শিশু রানী আক্তারকে (ছদ্মনাম) তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মৌলভীবাজার সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ঘটনার পর পরই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৯ মার্চ) ওই শিশুর বাবা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ আই নিউজকে জানান, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে কাজ শুরু করে। মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ