নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
রাজনগরে মেম্বার প্রার্থীর কর্মীর উপর হামলা
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমাহাটা বাজারে এক মেম্বার প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই কর্মীকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত মেম্বার প্রার্থী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনসুরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিনয়শ্রী এলাকার দোলন মিয়া (৪২) লামুয়া গ্রামের মেম্বার প্রার্থী শামিম মিয়ার (ফুটবল) কর্মী হিসেবে নির্বাচনের শুরু থেকে কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে দোলন মিয়া তার মায়ের জন্য ওষুধ কিনতে কদমহাটা বাজারে যান। এসময় ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার মোনায়েম কবিরের (মোরগ) সমর্থকরা তার উপর হামলা করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এই ঘটনাকে মিথ্যা ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন অপর মেম্বার প্রার্থী মোনায়েম কবির।
মেম্বার প্রার্থী শামিম মিয়া বলেন, আমার কর্মী দোলন মিয়া বিনয়শ্রী এলাকার বাসিন্দা। ওই এলাকার যারা আমার জন্য কাজ করে তাদেরকে মেম্বার মোনায়েম কবির হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। রাতে দোলন বাজারে তার মায়ের জন্য ফর্মেসীতে ওষুধ কিনতে এলে মোনায়েম কবিরের নেতৃত্বে ২০/২৫ জন তাকে মারধর করে। এঘটনায় আমি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
বর্তমান মেম্বার মোনায়েম কবির বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। ঘটনাস্থলে থাকা লোকজন আমাকে ফোনে জানিয়েছেন, আমার প্রতিদ্বন্ধি প্রার্থীর হয়ে দোলন মিয়া ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। এসময় তারা তাকে আটক করে পরে ছেড়ে দেন। তাকে কেউ মারধর করেনি। আমার প্রতিপক্ষ সুষ্ঠু নির্বাচন হলে পরাজিত হবে বুঝে আমার বিরোদ্ধে অপপ্রচার করতে এই অপকৌশল নিয়েছে।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























